ছেলেঃ আই লাভ ইউ ইরি। ইরিঃ থাপ্পড় চিনেন? - চিনি তো - খাবেন? - কে দেবে? - আমি। - দেরী করছো কেনো? এক্ষুনি দাও। - লজ্জা করেনা আপনার? - আমি তো প্যান্ট পরে আছি। - আপনাকে যে কি করি? - বিয়ে করো। -আসলেই একটা থাপ্পড় দেয়া উচিত আপনাকে। - চাইলে আদর ও করতে পারো। - সামনে থেকে সরুন। - পেছন পেছন আসবো নাকি? - আপনি কি করেন? - স্টাডি করি। - আপনার বাবা কি করেন? - বাবা নেই। -মারা গেছেন? - না,আসলে আমি জানি না, - আপনার মা? -আমার মা আমার জন্মের সময় মারা গেছেন। - থাকেন কোথায়? -বস্তিতে, এক ভিক্ষুকের সাথে। এখন তিনিই আমার মা। - আমি আপনাকে ভালোবাসতে পারবো না। - কেনো? - ভিখারীর ছেলেকে কি করে বয়ফ্রেন্ড বানাই? ফকিন্নির ছেলের আবার ভালোবাসার শখ!! - আচ্ছা। - কি আচ্ছা? - আর ডিস্টার্ব করবো না তোমাকে। - ধন্যবাদ। . আমি আর কিছুই বললাম না।নীরবে চলে আসলাম। আসলে জোর করে ভালোবাসা হয় না। তাছাড়া আমি যেহেতু ভিখারীর সন্তান, সেহেতু এসব ভAll Rights Reserved
1 part