স্বপ্নের যাত্রা আমারও একটা ইতিহাস আছে নিরন্নমাখা ফসিলের ইতিহাস মুখে ছিলো হাসি, আর হৃদয়ে ছিলো কুঁড়ে কুঁড়ে খাওয়া উচ্ছসিত সমুদ্র ফেনিল ঠোঁটে খেজুরের রস আর চোখে ছিল -স্বপ্ন, মুক্ত চেতনার স্বপ্ন। যতদিন রক্তশোষকের হাত থেকে প্রকৃতির বুকে ফুটে উঠা ফুল আর ফসল কে বাঁচাতে না পারবো ততোদিন আমি হৃদয়ের গহীনে জড়িয়ে তোমাকে স্নেহার্দের প্রেম দেবো, শীতে ঊষ্ণতার সংগ্রামী পরশ নিয়ে বেঁচে থাকবো ... বেঁচে থেকে বাঁচিয়ে তোলায় যে আমার স্বপ্ন।Tüm hakları saklıdır