২০১৯ সালের অমর একুশে বইমেলাতে "সংরক্ষণ প্রকাশন" থেকে বইটি প্রকাশিত হয়েছে। তাকে সারা পৃথিবী চেনে অ্যানি ব্রাউন নামে। কেউ কেউ বলে এটা তার ছদ্মনাম। বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক সে। তার মা আমেরিকান এবং বাবা বাংলাদেশী। যা পরম সত্য বলে সে ভেবেছিলো, সবই মিথ্যে হয়ে গেছে এক মুহূর্তে। চোখের পলকে পাল্টে গেছে বাজির তাস!! রয়্যাল ডিজিজ হিমোফিলিয়া তার বংশগত রোগ। বাবা মার ডিভোর্সের পরে অর্ধেক বিশ্ব সে পাড়ি দিয়েছে একা। সামাজিকতা, বন্ধন, ভালোবাসা এই বিষয়গুলো থেকে বহু দূরে ছুটে গিয়ে তাই সে খুঁজে চলেছে তার আসল গন্তব্য।All Rights Reserved
1 part