বিকেল,
এক সরু পথের পাশে বসে আছি। চুপচাপ নীরবতা চারদিকে ,অল্প বাতাস পরিবেশটাকে অস্থির হতে বাধ্য করেছে। এক মেয়েকে প্রত্যক্ষ করছি, নিচের দিকে তাকিয়ে সোজা হেটে যাচ্ছে।
.
অাশ্চর্যান্বিতভাবে তখনি ঘটে গেল সেই মহিমান্বিত ঘটনা! 'মেয়েটির বাম পায়ের জুতা ছিঁড়ে গেছে'। আমি না দেখার ভান করে অন্যদিকে তাকালেও হাসি টা কোনভাবেই আটকে রাখতে পারিনি আর সেই সাথে এড়িয়ে যেতে পারিনি তার চোখও।
.
.
হাসি থামিয়ে আমার দৃষ্টি মেয়েটির পা থেকে চোখে গেল, হিজাব করা ছিল কেবল চোখ দেখা যাচ্ছিল আর সেই চোখগুলিই ছিল লজ্জা আর বিপদের গ্রাসে গ্রাসিত ।
এমন ভাবে হতবাক হয়ে তাকিয়েছিল যেন 'চুরি করে ধরা পড়েছে '। ইচ্ছে হচ্ছিল আমার চপল জোড়াই দিয়ে দেই ।
.
.
এরপর কি হয়েছিল এই রহস্যের সমাধান করতে হলে আপনাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে। তবে,,
এমন সমস্যার সম্মূখীন কমবেশী সবাই হয়েছি কিংবা হবো আর তাতে কেউ থাকবে অভিনয়ে