1 part Complete নোলকপুর গ্রামের সীমান্তে সদ্য গড়ে উঠেছে একটা হাসপাতাল। সেখানকার মর্চ্যুয়ারির নিরাপত্তার দায়িত্বে আছেন রমেনবাবু। নাতির অসুস্থতার জন্য আজ তাঁর মন বিষণ্ণ। রোজকার মতো আজ রাতেও তিনি গোটা চত্বরটা টহল দিয়ে আবার ঘরে এসে বসেছেন, ঠিক তখনই মর্গের ভিতর থেকে ভেসে আসে কোনও বাচ্চার কান্নার আওয়াজ। কোথা থেকে আসছে শব্দটা? কীসের অশনি সঙ্কেত দিচ্ছে এই ধ্বনি? রমেনবাবু কি পারবেন আসন্ন বিপদ এড়াতে? সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে পড়ুন "দাদুর কীর্তি"