কি জাদু তুমি মিশায়াছো ওগো টানিয়া লও সন্নিকটে তোমাতে তাই মিশিয়া গিয়াছি তুমি ছাড়া সব শুন্য বটে বাহুতে তোমার অবাধ বিচরণ কেশ গুচ্ছ পুষ্প ছড়ায় কেশ ঘ্রানে মাতাল আমি বাহু মাঝে বুকেতে জড়ায়। উষ্ণ আদরে উঠছে বেড়ে ভালবাসার খুনসুটি আধ মাখা চাঁদ মেঘের সাথে যেমনি খায় লুটো পুটি।All Rights Reserved