তুমি বিহনে নাই কোন সুখ তোমারই মাঝে নিহিত তা তোমাতে আমায় মিশিয়ে নিয়েছে তুমি বিহনে শূন্য তা। ব্যস্ততা মোরে তাড়িয়ে বেড়ায় তোমায় থেকে দূরে মন যে আমার ব্যকুল ওগো যাব কেমন করে।। পঞ্জিকাতে চোখ বেধে রই দিন ফুরবে কবে তর যে আর সইছে না মোর স্বপ্ন সত্যি হবে।। ব্যস্ততাকে ছুটি দিয়ে তাই যাব তোমার কাছে অর্ধ গোলাপ পূর্ণ হবে সুখ যে সেথায় আছে।।All Rights Reserved