গল্পগুলো বিগত ছয় থেকে সাত বছরের মধ্যে লেখা হয়েছে। তাই একেকটা গল্প একেক রকমের । প্রচন্ড স্ট্রেসের মধ্যে এগুলো লিখেছি আমি। সেই ভয়ানক কঠিন দিনগুলোতে একটু হলেও মুক্তির আনন্দ পেয়েছিলাম এই লেখাগুলোতে। নিজের লেখার প্রতি আমার আত্মবিশ্বাস খুবই কম। ভাল লাগলে কমেন্ট করুন, ভোট করুন, খারাপ লাগলেও কমেন্টে জানান দিন।All Rights Reserved