ভালোবাসি আজো তোমায়
  • Reads 12
  • Votes 0
  • Parts 1
  • Reads 12
  • Votes 0
  • Parts 1
Ongoing, First published Jul 23, 2017
দুই অক্ষরের একটা নাম।।নাহ নাম বললে ভুল হবে, প্রাণভ্রমরা।।কল্পনা জগতে বাস ছিল তাকে নিয়ে।হাজারো রকমের সাত রঙা স্বপ্ন ছিলো তাকে নিয়ে।।আর সেই ক্ষুদ্রক্ষুদ্র স্বপ্ন গুলো একত্রিত হয়ে যখন বেচে থাকার আশা জাগ্রত হতে থাকলো তখন সহস্র আলোকবর্ষ দূরে চলে যায় সে।

মাঝেমাঝে ভাবি তাকে একটা বার কল করে জেনে নেই,সে কেমন আছে??কিন্তু আমার ইগোটা বরাবরের মতই বেশি।কল করতে গিয়েও থমকে দাড়াই, কোন অধিকারে তাকে ফোন দিবো??অধিকার অনেক আগেই হারিয়েছি।।সব ভুলে সেতো ভালোই আছে তবে তাকে ফোন দিয়ে পুরানো কথা মনে করেই দিয়েই বা আমার কি???
এরকম হাজারো প্রশ্নের ভিড়ে তাকে ফোন দেবার কোন কারন খুজে পাই না।।।

তবে মাঝেমাঝে মনে হয় আজ বুঝি সে ফোন দিবে।কিন্তু দিনের পর দিন মাসের পর মাস সারা রাত জেগেও যখন তার ফোন আসে না তখন মনে হয় সে কেনোই বা ফোন দিবে???
এভাবেই নিরবে শত কান্নার ভিড়ে আমার স্বপ্নগুলো পরে থাকে কারো অদেখা।।নিমেষেই ভেঙে যায় বেচে থাকার চিরচারিত আশাগুলো।।ঝড়া পাতার মতোই ঝরে পরি শত লোকের ভিরে।।।

শুনতে হয়তো খারাপ তবুও সত্যিটা হচ্ছে,, তুমি গলায় এটকে যাওয়া সেই কাটা।।।যা নিচেও নামে না আর বমি করেও বের করা যায় না।।।এই যে এটকে আছো এটাই অনেক কষ্টের।।

নিজেকে শামুকের মত শক্ত খোলকের ভিতরে আবদ্ধ করার প্রচেষ্টা করি প্রতিনিয়ত।।কিন্তু বিধাতাও হয়তো চায়না আমি এমন করি।।।থমকে দাঁড়াই তখন।।পথভ্রষ্ট পথিকের মতো লাগে নিজেকে যার কোন দিক বা গন্তব্য নেই যে সে যাবে।।।

মাঝেমধ্যেই সে বলতো,তাকে কতটা ভালবাসি।কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি।।কিছু না বলা কথা এখনো রয়েছে।।যা কখনো বলতে পারবো কিনা জানি না???হয়তোবা পারবো না সেই কথা গুলো বলার সুযোগ।।

বাস্তবতার মাঝে দাঁড়িয়ে ভাবি আসলেই তো তাকে কতটুকুই বা ভালবাসি??সবার মাঝে হাসিখুশি থাকি কিন্তু রাতের আধারে ঝড়া কান্নাগুলো কারো নজরে পরে না।।আত্মহত্যা মহা পাপ জেনেই হয়তো জীবন্ত লাশ হয়ে বেচে থাকা সবার মাঝে।।

আসলেই ভালোবাসা গুলো এমনিই হয় একটি স্বপ্ন দেখার শুরু হলেই শতশত বাধা বিপত্তি এসে পথ আগলে দাঁড়ায়।।।যার একটি থেকে বেড়িয়ে আসতেই জীবন থেকে চলে যায় বেচে থাকার অবলম্বন গুলাই।।।।

একটি কথাই বলতে চাই শেষে,

"যদি হারিয়ে যাই অজান্তে
জানতে চেও না কত দূরে
শুধু একটা কথাই বলবো
আসবোনা আর ফিরে''

বিদায়

All Rights Reserved
Sign up to add ভালোবাসি আজো তোমায় to your library and receive updates
or
Content Guidelines
You may also like
You may also like
Slide 1 of 10
বাড়িওয়ালার মেয়েটি cover
মাহবুব ভাই cover
মিন্মির বিয়ে  (Completed ✔️) cover
কক্সবাজার cover
আমার কল্পে গড়া শহর cover
বুক পকেটের গল্পরা (ভলিউম ০৩) cover
সমাজের নগ্ন রূপ cover
পড়কুট থেকে চিড়কুট cover
নিশিতা cover
|| শিমন্তীনি || ✔️ cover

বাড়িওয়ালার মেয়েটি

6 parts Complete

একই বাসায় থাকি । আমি ভাড়াটিয়া সে বাড়িওয়ালা । মেয়েটির সাথে কথা, হইয় দেখা হয় ! আমি যেমন আগ্রহী ঠিক সেও তেমনি ! সামনে এগিয়ে চলে দুজনের পথ এক সাথে !