"" আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উঁকি"" - সুকান্ত ভট্টাচার্য " যেভাবেই হোক। কেউ থাকুক বা না-ই থাকুক। আমি মেঘলার জন্য সেই দিনকে আনবই। চেয়ারে থাকি বা না থাকি....." - মৃদুলের এই কথাটা ছাড়া ডেস্ক্রিপশন দিবার মতো আর কিছু মাথায় আসছে না।।।।। এটাই তো আমাদের প্রতীক। কোনো এক সময়ের আমাদের তীব্র আকাঙ্ক্ষা। আমাদের প্রত্যেকটা কোষের আকুতি। আমাদের ক্ষোভ, বিক্ষোভ। তারপর......... পরিণতি এখনো অজানা।।।।All Rights Reserved