আমার মত আমার লিখা কাহিনীটাও ছোট্ট। আমার ছোট্ট জীবনটায় কাগজে কলমে অনেকবার গল্প কবিতা লিখেছি। কিন্তু কখনোই সেটা আমার কিছু কাছের বন্ধু ছাড়া আর কেউ পড়তে পারেনি। আমার লিখাগুলো স্কুলে লিখে, সেখানেই পড়ে, সেখানেই ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দিয়েছি সবসময়। কিন্তু এবার মনে হল, যে কাজটা আমার মনের এতটা কাছের, সেটা এভাবে ছিঁড়ে ফেলে দিয়ে আমার কষ্টটাই বাড়ছে। অবশেষে খুব সাহস করে প্রথমবার লিখলাম। তাই কিছু ভুল লিখে ফেললে অবশ্যই আমাকে অবগত করবেন। এতে ভবিষ্যতে লিখার সাহস আর সুযোগ দুটোই পাব....ইনশাআল্লাহ।All Rights Reserved