গ্রহীয় সঙ্কটে জেনেটিক বিবর্তনের পর বয়সের বৃদ্ধি বন্ধ হয়ে গেলো। কিন্তু কুশার হলো না। অন্তত এখনও না। গ্রেড-ই এর পর্যায়ের মানুষও হতে না পারলেও তার একমাত্র ভরসা তার ইন্টিউশন যেটাকে য়্যুয়ান বা রুয়েমের মতো গ্রেড এ এর কিছু মানুষ ব্যবহার করতে চায়। আসবে কি কখনও য়্যুয়ান আর রুয়েম কোন একটা বোঝাপড়ায়; যেখানে বিরাট কোন এক দলের ষড়যন্ত্রের গুটি হয়েই হয়তো নেচে যাচ্ছে তারা? শেষ যুদ্ধে কি হবে?All Rights Reserved