কবিতা লিখব না বলে ঠিক করে রেখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত নিজের প্রতিশ্রুত নিজের কাছেই ভাঙ্গতে হল। কবিতা পড়তে পড়তে এক সময় মনে হল অন্যের কবিতা দিয়ে আর নিজের বেদনার কথা পুরোপুরি প্রকাশ করা যাচ্ছে না। নির্মলেন্দু গুণ, আহসান হাবীব, রফিক আজাদ, বুদ্ধদেব বসু, শক্তি, সুনিল কাউকে দিয়েই যখন আর পোষাচ্ছে না তখন নিজেই নেমে পড়লাম। বলা যায় বাধ্য হলাম লিখতে। মূলত কবিতাগুলো লিখেছলিাম নিজের আনন্দের জন্য। তারপরও যদি কেউ এ থেকে আনন্দ পান তা অবশ্যই বাড়তি পাওয়া।All Rights Reserved