1 part Complete গভীর রাতে উত্তর বঙ্গের ছোট্ট, কুয়াশাচ্ছন্ন একটা পাহাড়ি স্টেশনে নামল গৌরব। কলকাতার ছেলে সে; পেশায় একজন ডাক্তার। বাল্যবন্ধু সরোজের নিমন্ত্রণেই এই পাণ্ডববর্জিত অঞ্চলে তার ঘ ুরতে আসা। কিন্তু ফাঁকা প্ল্যাটফর্মে নামার পর গৌরবের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় পারুলের। কে এই পারুল? কেনই বা এমন হিমশীতল নিশুতি রাতে আচমকা মেয়েটির আবির্ভাব ঘটল এই জনমানবশূন্য স্টেশন-চত্বরে? সব প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে "উপকার"