হঠাৎ একটা দূর্ঘটনায় পড়তে যাচ্ছিল ছেলেটা। মেয়েটা তাকে বাঁচিয়ে ফেলল।
পাঠক প্রশ্ন করতেই পারেন, লেখকের সব গল্পেই দূর্ঘটনা থাকে কেন?
আরে মশাই! প্রেমটাই যে দূর্ঘটনা।
তারপর? তারপর কী হলো বলে দিলে পড়ার কী দরকার? ;)
প্রচ্ছদঃ জেরিন তাসনিম।
আমি সব সময় ভালবাসার গল্প লিখতেই পছন্দ করি । ছোট ছোট এক দুই দৃশ্যের গল্প গুলো পড়তে এবং লিখতে খুবই ভাল লাগে । এইখানে তেমন গল্প গুলোই পোস্ট হবে । প্রত্যেক পর্বে আসবে নতুন নতুন গল্প । ছোট ছোট ভালবাসার গল্প । যখনই লিখবো তখনই পোস্ট করা হবে ! ছোট ছোট গল্প গুলো আলাদা আলাদা পোস্ট না দিয়ে একসাথে এক জায়গাতে থাকবে ।
So Start reading people...