অদ্ভুত একটা কবিতা। আমার কবিতা ভাল লাগে। পড়তেও... লিখতেও। কবিতা ছাড়া সব নিঃস্ব মনে হয়। কবিতার মাঝে প্রাণ আছে। তবে এই কবিতাটায় প্রাণ ছাড়াও কী যেন আছে! আমার নিজেরই গায়ে কাঁটা দেয়। আমি শুধু প্রাণটাই ছড়িয়ে দিতে চাই... অজানা অনুভূতিগুলো আমার কাছেই থাকুক! যত্নে...All Rights Reserved