হুমায়ূন অাহমেদ, গল্পের জাদুকর। তার দুটি সেরা সৃষ্টি হলো হিমু এবং মিসির আলি।
কিন্তু দুজন কে আমরা কখনো একসাথে দেখিনি। আমার তাদের একই গল্পে দেখার অনেক ইচ্ছা।
সেই ইচ্ছা থেকেই এই গল্পের সৃষ্টি।
হিমু, কে না চেনে তাকে। বাংলা সাহিত্যের অনেক জনপ্রিয় চরিত্র সে। অদ্ভুত এবং রহস্যময় ঘটনা ঘটানোই তার প্রধান কাজ। রহস্যময় ঘটনা ঘটাতে-ঘটাতে সে নিজেই যেন রহস্য হয়ে গেছে।
মিসির আলি, তিনিও অনেক জনপ্রিয় ব্যক্তি। তিনি তার জীবনে অনেক রহসের মুখমুখি হয়েছেন এবং সমাধান করেছেন। রহস্য সমাধান করা তার পেশা নয়, তবে নেশা।
তিনি কি পারবেন হিমু নামের রহস্যের সমাধান করতে ?
বি.দ্রঃ অবস্যই এই গল্পটা ফ্যান-ফিকশন।
অতএব মূল চরিত্র গুলিরর মালিক জাদুকর।