13 parts Complete রশ্নী আবরার নামের ক্রাইম রিপোর্টারের হাতে উদ্ধার হয় এক নাম না জানা ডাস্টবিনে ছুড়ে ফেলা শিশু।রশ্নী আহত হয় এই ভেবে,মানুষ নিজের জাতকে কত তুচ্ছ করছে,এক মা,একটা পরিবার তাদের রক্তে জন্ম নেয়া সন্ত ানকে কেমন করে ছুড়ে ফেলে!
ঘটনা কি এখানেই শেষ?না! মরার জন্য ফেলে রেখেও শান্তি হয়নি,আবার এসেছে ওকে হত্যা করতে!একবার,দুবার,বারবার একই ঘটনা,আর শেষ পর্যন্ত রশ্নীকে হুমকি! কিন্তু কেন? কি চায় ওরা?এই বাচ্চার প্রতি এত আক্রোশ কেন? আজকাল নবজাতকেরও কি বাঁচার অধিকার নেই?রশ্নী কি একাই পারবে এই রহস্যের সমাধান করতে?এমনিতেই ওর একলা জীবন,তার উপর পরিবার থেকে বিচ্ছিন্ন।উপরন্তু সাথে সেই ছোট্ট মানুষটা তো আছেই।
কি হবে ওর ভবিষ্যৎ???