ঋষি অরবিন্দের জীবনের সত্য ঘটনা অবলম্বনে এই কাহিনী। বিপ্লবী থেকে ঋষি হওয়ার সন্ধিক্ষণের গল্প। ১৯১০ সালের এক রাতে ঋষি অরবিন্দ কলকাতা থেকে চলে যান চন্দননগরে। তারপর কোনদিন আর বাংলায় ফিরে আসেননি। ইংরেজ সরকারও কোনদিন আর তাঁকে ছুঁতে পারেনি। সেই রাতের কাহিনী।All Rights Reserved
1 part