1 part Ongoing নিফিউ পারা গ্রামের পাশের চিকন কালা জঙ্গলে সন্ধ্যার পর ঢুকলেই মানুষ নিখোঁজ হয় এটাই গ্রামবাসীদের বিশ্বাস। দুই কিশোর, রাসেল ও রাফি, সত্য খুঁজতে সেখানে ঢোকে, কিন্তু শুধু রাসেলই ফিরে আসে! তদন্তে নামে এক পুলিশ অফিসার, যার কাছে এটি শুধু একটি নিখোঁজের কেস নয়, বরং এক অজানা আতঙ্কের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ। জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা এক অভিশপ্ত সত্য কি দিনের আলোতে প্রকাশ পাবে