ঢাকা থেকে ওরা পাঁচ জন যায়, জুলির পারিবারিক সামার হাউজে, একটি সুন্দর অভুলনীয় গ্রীষ্মের উদ্দেশ্যে। অভুলনীয়ই হয়।একটি সামার ভ্যাকেশন যা ওদের জীবন চিরকালের জন্য বদলে দিয়েছে, সবথেকে খারাপের দিকে। যেইখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা নেই। ওরা ভেবেছিলো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, কেউ কখনো কিছু জানবেনা, মে মাসের সেই রাতে যা হয়েছিলো তা ওরা ওদের সাথে কবরে নিয়ে যাবে। সময়ের সাথে সব পচেঁ গলে যাবে, ওরা ফিরে যাবে স্বাভাবিক জীবনে কিন্তু নোংরা বাস্তবতা ওদের পিছু নিয়েছে কুৎসিত গোলাপীর রূপে। অসংখ্য কোল্ড কেস, মিসিং পারসন রিপোর্ট, দুইটি লাশ, পাঁচজন কিশোরী। খুন নাকি দুর্ঘটনা?