সুপ্রিয় পাঠক,
আরও একগুচ্ছ ছুটি আর রং নিয়ে হাজির লেখক!!!
জুনিয়রগুলো বরাবরই খুব চালাক। বার বার মনে করিয়ে দেয়, "কিছু একটা করা বাকি"।
আমি চেয়েছিলাম ভু লে যেতে।
আমি আবার বড্ড অলস।
তবে... ভোলা গেল না। আবার তাগাদাটা যখন মনের একদম ভেতর থেকে সৃষ্টি হলো, মনে হলো, "কেন নয়?"
লিখতেই হলো।
কেন যেন হতে চেয়েও এতটা নির্দয় হওয়া গেল না...
||ছুটি হলো শেষে... ২য় পর্ব|| পড়ার জন্য (নাকি বিরক্ত হওয়ার জন্য? আমি আবার খুব বিরক্তিকর ?) স্বাগতম।
আরও একটু বিরক্ত হওয়ার ইচ্ছে থাকলে অবশ্যি টাইমলাইনে গিয়ে প্রথম পর্বটাও পড়তে পারেন, প্রিয় পাঠক!