মানুষের মনের মত জটিল জিনিসের ভেতরেও ভালবাসা থেকেও ঘৃণার সৃষ্টি হয়। হয়তো নিজের অজান্তে বা সজ্ঞানে। তবু জীবন চলে যায়। কাউকে আকড়ে ধরে অথবা সবকিছু শেষ করে। অবহেলার চেয়ে মারাত্মক অপরাধ বোধহয় পৃথিবীতে আর নেই।
জীবন তার এক অসুখ এর জন্য লুকিয়ে ফিরছে তার পছন্দের রাত্রি থেকে।
দীঘ ৪ বছর পরে সে যখন রাত্রিকে বিয়ে করতে যাবে তখন এক না বলা গল্পের শুরু হলো।অপেক্ষার এ দীর্ঘ
সময়ে তার থেকে কি নিলো আর তাকে কি বা দিলো....