উদীয়মান ব্যান্ড তারকা র্যাল্ফকে ঘিরে গজিয়ে উঠা রহস্য, র্যাল্ফের পরিবার , প্রেম, সবমিলিয়ে নতুন কিছ ু উপহার দেবার চেষ্টা করেছি...... আমার এই কাহিনীর উৎসাহ পাই কবিগুরুর একটা গান থেকে...... "সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে? তোমরা যে বলো দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা'-. সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময় । সে কি কেবলই চোখের জল ? সে কি কেবলই দুখের শ্বাস ? লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ ।"All Rights Reserved