সমাপ্তি কখনো ভালো কিছু নিয়ে আসে না। খুব জঘন্য একটা অধ্যায়ের সমাপ্তিও যথেষ্ট বেদনাদায়ক। কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি না। অবচেতন মন পারে। চেতন মনেরর অনুভবে কেবল সেটাই আসে যেটা আমরা তাকে দিয়ে অনুভব করাতে চাই। সে আবদ্ধ কিংবা আমাদের কাছে বাধ্য। অবচেতনটা তেমন না। সে নিরপেক্ষ, লাগামহীন। সে বার বার আমাদের মনে করিয়ে দেয়,
"অতীত কতই না সুন্দর ছিল!" যদিও যখন অতীত আমাদের বর্তমান ছিল তখন খুব কমই তাকে সুন্দর দেখতাম। তখন যার নাম ছিল বিরক্তি, আজ তার নাম আক্ষেপ। আক্ষেপ শব্দটার মধ্যে অনেক বেশি কিছু লুকিয়ে আছে। 'আক্ষেপ' অনন্য। কোনো কিছুই এর জায়গা দখল করতে পারে না। আক্ষেপ হচ্ছে অন্তহীন অতৃপ্তি, সাথে আছে কিছু বেদনা। মাঝেমধ্যেই মনের জানালায় সে খচখচ আওয়াজ করে। তখন মনে হয় যেন জানালা ভেঙ্গে কেউ ঢোকার চেষ্টা করছে!!
......................................
©WeirdWarrior
<SPECIAL THANKS TO @mistytic (RAISHA RAFA) FOR MAKING THE BEAUTIFUL COVER>All Rights Reserved