লেখক পরিচিতি
বাংলা উপন্যাসের জনক ও বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'সাহিত্য সম্রাট' হিসেবেও অভিহিত হয়ে থাকেন। 'বঙ্গদর্শন' নামে যে বিখ্যাত সাহিত্যপত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বাংলা সাহিত্যের বিকাশে এবং শক্তিশালী লেখক সৃষ্টিতে তার অবদান অসামান্য। যুগন্ধর এই সাহিত্য-স্রষ্টার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে 'দুর্গেশনন্দিনী', 'কপালকুন্ডলা', 'বিষবৃক্ষ', 'কৃষ্ণকান্তের উইল', 'রাজসিংহ' ইত্যাদি। 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫) প্রথম প্রকৃত বাংলা উপন্যাস।
মননশীল প্রবন্ধ রচনায়ও বঙ্কিমচন্দ্রের অনন্য কুশলতার পরিচয় রয়েছে। তাঁর বিখ্যাত প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে 'লোকরহস্য', 'কমলাকান্তের দপ্তর', 'বিবিধ প্রবন্ধ' ও 'সাম্য'।
বঙ্কিমচন্দ্র আধুনিক বাংলা সাহিত্যের প্রথম প্রধান সৃষ্টিশীল লেখকদের একজন।