35 parts Complete ইমরানের মৃত্যুর বছর খানেক পেরোনোর আগেই ওর ভাসুরের সাথে বিয়ে নিয়ে চাপ আসলো। না, আপন ভাসুর নয়, চাচাতো ভাসুর। ওদের বিয়ের পর খুব বেশিদিন তিনি দেশে থাকেন নি। তরীকে তিনি ভাইয়ের বউ হিসেবেও যথেষ্ট স্নেহ করতেন। অথচ এই লোককে কিনা তরীর বিয়ে করতে হবে? তাও আবার স্বামী বিয়োগের বছর পেরোনের আগেই?
কেন?
তরীর দুই সন্তান আছে বলে?
নাকি জিসান ওকে ভালোবাসে বলে?
ভাইয়ের সন্তানদের সে খুব ভালোবাসে, কি ন্তু তার মানে তো এই না যে তরী খুব সহজে তার সংসার করতে পারবে!
কিন্তু তরী কি করবে?
সবাই তো আরও একবার বাঁচতে চায়, তরীও চায়। কিন্তু ও কি পারবে?