এই যে ছবিটাকে দেখছো ফ্রেমে বাঁধা হাসি মুখ; কতো অসহায় চেয়ে আছে অপলক, দুটি চোখ। এই যে ছবিটাকে দেখছো কারু সাথে কথা নেই নিরিবিলি চুপচাপ- কোন রাগ নেই ক্ষোভ নেই। এই যে ছবিটাকে দেখছো যাকে কেউ চেনে না ছবিটা : কারুরই মনে নেই কেউ আজ খুঁজে না। এই যে ছবিটাকে দেখছো নামহীন মানুষের; ছবিটা : ঝুলে আছে দেয়ালে ছবিটা : সোহাগের। ২৪০৪২০১৮ প্রফেসর'স লজ।All Rights Reserved