হাভানা চুরুট
========
"আগে পুরা রাস্তা বন্দ হ্যায় সাব, ক্যা করে"? হয়ত একটু অন্যমনস্ক ছিলাম,ড্রাইভারের কথায় ঝটকা ভাংলো।
আমরা, অর্থাৎ আমি,
আমার স্ত্রী নীলা আর আমার মেয়ে রুচিকা, এক
শীতের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম দার্জিলিং। এক
সপ্তাহের ছুটি কাটিয়ে আমরা নেমে আসছিলাম
শিলিগুড়ির দিকে। পাহাড়ের কোল ঘেঁসে আমাদের
গাড়ি দ্রুত নেমে চলেছে সরু পাহাড়ি রাস্তা ধরে।
রাস্তার পাশে পাহাড়ের ঢাল ধরে শালবন আর তার
মধ্যে মধ্যে ছোট ছোট শহর, গ্রাম আর
চা বাগানের এস্টেট। গাড়ীর নেপালি চালক বাহাদুর সিং নিপুণ
হাতে আমাদের গাড়ি দুর্গম
রাস্তা দিয়ে নিয়ে চলেছেন।
আমরা দার্জিলিং থেকে দুপুরের
খাওয়া সেরে বেরিয়েছি। পথ চলতে ৩ ঘন্টার
বেশি লাগবে না - বিকেল ৪টের
মধ্যে শিলিগুড়িতে পৌঁছে যাওয়া উচিত।
বাহাদুরের পাশে সিটে বসে আমি পথের
শোভা উপভোগ করে চলেছি। গাড়ীর
ঘড়িতে তখন বাজে ৪টে।রাস্তায়ে একটু
আগে দেখলাম আমা
কোনও এক অজানা কারণে নিজের পৈতৃক বাড়িটা জলের দরে বিক্রি করতে বাধ্য হন মিঃ বসু। পরে জানা যায়, চিলেকোঠার ঘরে টাঙানো একটা তৈলচিত্র কে ঘিরে তাঁর মনে যথেষ্ট আতঙ্ক। বাড়ির নতুন মালিকের একমাত্র ছেলে বুবাই কিন্তু এসব বুজরুকি'তে কান দিতে নারাজ। সে ওই চিলেকোঠার ঘরটাকেই বেছে নেয় নিজের স্টাডি রুম হিসেবে। এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? ওই ভুতুড়ে অয়েল পেন্টিংয়ের সংস্পর্শে এসে কোন অলৌকিক গোলকধাঁধায় বাঁধা পড়বে বুবাই? সব প্রশ্নের উত্তর জানতে হলে পড়ুন "প্লেমেইট"