1 part Complete কোনও এক অজানা কারণে নিজের পৈতৃক বাড়িটা জলের দরে বিক্রি করতে বাধ্য হন মিঃ বসু। পরে জানা যায়, চিলেকোঠার ঘরে টাঙানো একটা তৈলচিত্র কে ঘিরে তাঁর মনে যথেষ্ট আতঙ্ক। বাড়ির নতুন মালিকের একমাত্র ছেলে বুবাই কিন্তু এসব বুজরুকি'তে কান দিতে নারাজ। সে ওই চিলেকোঠার ঘরটাকেই বেছে নেয় নিজের স্টাডি রুম হিসেবে। এটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? ওই ভুতুড়ে অয়েল পেন্টিংয়ের সংস্পর্শে এসে কোন অলৌকিক গোলকধাঁধায় বাঁধা পড়বে বুবাই? সব প্রশ্নের উত্তর জানতে হলে পড়ুন "প্লেমেইট"