1 part Ongoing প্রত্যন্ত অঞ্চলে একটা অনেক পুরাতন দিঘী আছে,, কোন এক জমিদার প্রায় ৮০০ বছর আগে দিঘীটি কাটে,, জমিদারের মেয়ের নাম ছিলো মেঘ,, তার মেয়ের নাম করনে দিঘীর নাম হয় মেঘডুবি,,
এই মেঘডুবি দিঘীটি নিয়ে লোকমুখে অনেক গল্প,, কাহিনি শোনা যায়,,
তবে আজ পর্যন্ত এ দিঘীর দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়নি,,
তবে এখানে গভীর রাতে নাকি পরীরা আসে গোসল করতে,,
তখন কেউ কেউ এসব পরীর গোসল দেখতো,,ওদের গান শুনতো নাচ দেখতো,,,
তবে কোন একদিন রাতে এই দিঘীতে পরীরা আসছিলো,,, তখন ইকবাল ডাকাত নামের একটা ডাকাত ও তার বাহিনী নিয়ে সেই পড়ীদের উপরে আক্রমণ করে,,
এতে করে পড়ীরা ভয় পেয়ে যায়,, আর কোনদিন পড়ীরা নাকি ফিরে আসে নি,,
ইকবাল ডাকাত ও পরে একদিন রক্ত বমি সহ ওই দিঘীর পাড়ে মৃত পরে ছিলো,,
তারপর থেকে কেউ ভয়ে এই দিঘীতে যায় নি,,