(My 2nd story) ভালবাসা একটি অদৃশ্য তৃপ্তি দেয়।ভালবাসার মানুষ যখন পাশে থাকে তখন সব অসম্ভবকে সম্ভব মনে হয়।কিন্তু ভালবাসার মানুষটি যখন হিংস্র পশুর ন্যায় প্রতিশোধপরায়ণ হয়ে উঠে তখন ভালবাসা বলে দুনিয়াতে কিছু আছে বলে অসম্ভব লাগে।ভালবাসা তখন তাচ্ছিল্যময়ী হয়ে উঠে......।All Rights Reserved