এখানে ছোট গল্প থাকবে।
মানুষ হিসেবে আমি নিজেকে যথেষ্টই চুপচাপ বলব। আমি গল্প লিখি, সেগুলোও সাইফাই বা রূপক বা সাধারণ ফিকশন। রম্য আমি লিখি না, বা বলা চলে লিখতে তেমন পারিনা। আমি অনেক রম্য র চনা পড়েছি। বড় বড় লেখকদের মাস্টারপিস থেকে শুরু করে উঠতি লেখকদের। এসব লেখার প্রতিটা প্যারাতেই হাস্যরস থাকে, যা আমার দ্বারা হয় না। তবুও কিছু চেষ্টা করি মাঝে মাঝে। রম্য এলিমেন্টটা শেষের দিকে আসে। তাই আমার গল্পগুলোকে রম্য বলা যায় না। তবে যেহেতু কিছুটা ছোয়া দেয়ার চেষ্টা করেছি তাই রম্যর "র" টাইটেলটাই যথাযোগ্য মনে হল।
শেষমেশ এটা রম্যর "র" ও না হতে পারে। তবে প্রতিটা গল্প পড়ার পর কারও মুখে যদি একটু হাসিও আসে, হোক তা মুচকি, আমি লেখাগুলো পোস্ট করা সার্থক মনে করব। :)
#হ্যাপি_রিডিং