সে হাটছে, সে হাটছে, রাস্তার দুই পাশে মরুভূমি, ঠিক মধ্যখানে সূর্য ডুবছে, আমি হাঁটছি আর দূর থেকে দেখছি I আলো কমে আসছে, সাথে কোন পানি নেই, সে নিয়ে আমার কোন চিন্তাও নেই I সূর্যের আলো তার শেষ চেষ্টা করছে ধুলো আর গোধূলির মিশ্রনে একটি অসাধারণ দৃশ্য তৈরি করতে I আমি যাচ্ছি আর কিছু দূরে আমার পুরনো বন্ধুর অটোমোবাইল শপে I অন্ধকার হয়ে আসছে, এখানকার পশুগুলো আলো নেমে গেলে ভয়ঙ্কর রূপ নেয়, আমাকে সতর্ক থাকতে হবে, সাথে নিজেকে রক্ষা করার কোন অস্ত্র নেই I আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, সূর্য ডুবছে, আমি আমার গতি বাড়ালাম I