আমার স্পর্শ পুরো শরীরে মেখে কি করে পারলেন অন্য কারো ছোয়া উপভোগ করতে! আপনার ওষ্ঠপুট অন্য কারো ঠোঁট কিভাবে স্পর্শ করতে পারলো? বিবেক কে কিভাবে বিসর্জন দিলেন আমার জানার বড্ড ইচ্ছে। কই আমি তো আজ অব্দি আবেগ কেই বিসর্জন করতে পারিনি!
আপনার জন্য আমার আকাশ সমান ঘৃণা, আমার ভালোবাসার কাছে মহাসাগরের ফেলা এক বিন্দু নোংরা জলের মতন।
তবে অসম্মান রেখে ভালোবাসার মানুষ চাইলেও বহন করা যায়না-ঠিক যেভাবে বিষ্ঠা থেকে পছন্দের খাবার তুলে খাওয় া যায়না!
যদি যেতো তবে আমি ঠিক বহন করে নিতাম আপনাকে আমার শেষ নিশ্বাস অব্দি।
আপনার জন্য অবশিষ্ট বলতে আফসোস টাই বিদ্যমান।
আমৃত্যু না পাওয়ার আক্ষেপ!