দেশ
  • Reads 2
  • Votes 0
  • Parts 1
  • Reads 2
  • Votes 0
  • Parts 1
Ongoing, First published Jul 31, 2018
 ""এ দেশ আমার নয়"" সমীরণ চ্যাটার্জী 
সকালে উঠেই যদি হঠাৎ শুনি 
এ দেশ আমার নয়-
এ মাটি আমার নয় -
এ বাতাস  আমার নয়-
তবে কেমন হবে আমার মনটা।  
   যে নদী জলের শব্দে আমার বড় হওয়া। 
যে বাতাসের ছোঁয়ায় আমার ভালোবাসার জন্ম,
যে গাছপালার সঙ্গে আমার আজন্মকালের বন্ধুত্ব, 
যে মানুষগুলোর কোলে আমার বেড়ে ওঠা, 
তাঁরা কেউ  আমার প্রানের নয়।
আমি আজ থেকে রাষ্ট্রহীন, দেশহীন এক মানুষ। 
যে বাগানে উৎসবের সময় ফুল তুলতাম, 
যেখানে বিকালের আজানের শব্দে মন ভরে যেতো,
যে দেশের পতাকা আমার অন্তরের প্রেরনা।
তারা কিছুই আমার নয়,
জীবনের বিকালে এসে আমি দেশ হীন মানুষ।
এই আলো, বাতাস, মাটি, কুয়াশা 
কিছুই আমার জন্য নয়,
 আজ এসেছে দানব শ্রেনির মানুষের দল 
যারা ওই উচ্চনাদ বলে চলেছে,
খোল তোমার বাবা মার কবর, 
তোলো তাদের - ছাড়ো এই দেশ। 
আমি আজ রাষ্ট্রহীন।
 আজ সময় এসেছে জেগে ওঠার -
প্রতিবাদের ঝড় তোলার, 
ভাঙ্গো তাদের- বলে ওঠো এই দেশ আমার, 
এ আমার প্রানের আশা, প্রানের ভালোবাসা।
আমি রাষ্ট্রহীন কোন মানুষ নয়।







All Rights Reserved
Sign up to add দেশ to your library and receive updates
or
Content Guidelines
You may also like
🏞️🌾 রহস্যের গ্রাম 🌬️🍂 (সমাপ্ত ✅) by Surova714
6 parts Complete
তুমি কি কখনও অনুভব করেছো যে তুমি তোমার স্বপ্নে জেগে আছো, বেঁচে আছো এবং ভালভাবে জানো যে তুমি জেগে আছো? এটা ঠিক লুসিড ড্রিমস এর মত, তুমি জানো যে তুমি স্বপ্ন দেখছো এবং তুমি যদি চাও তুমি এটাকে নিয়ন্ত্রণও করতে পারো। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই স্বপ্ন থেকে জেগে উঠতে চায়, আমরা যদি জানি যে আমরা স্বপ্ন দেখছি তবে আমরা এমন কোনও অদ্ভুত স্বপ্নে থাকতে চাই না। মনে হয় যেন 'যত তাড়াতাড়ি সম্ভব বের হও'। কিন্তু তুমি কি কখনও ভেবে দেখেছো যে তুমি যদি আরও গভীরে যেতে পারো, তাহলে কি হবে? তবে ভালো, আমি করেছি... কারণ পিছিয়ে যাওয়ার পরিবর্তে আমি দেখতে চেয়েছিলাম আমার সামনে ঠিক কী আছে। আমি যা দেখেছি আমি খুব বেশি আশা করিনি তবে আমি কৃতজ্ঞ যে আমি একটা সুযোগ পেয়েছিলাম। ... একটা পরিত্যক্ত গ্রামের গল্প যা বহন করে বাংলার পুরনো ঐতিহ্য...
দেশ by SamiranChatterjee
1 part Ongoing
""এ দেশ আমার নয়"" সমীরণ চ্যাটার্জী সকালে উঠেই যদি হঠাৎ শুনি এ দেশ আমার নয়- এ মাটি আমার নয় - এ বাতাস আমার নয়- তবে কেমন হবে আমার মনটা। যে নদী জলের শব্দে আমার বড় হওয়া। যে বাতাসের ছোঁয়ায় আমার ভালোবাসার জন্ম, যে গাছপালার সঙ্গে আমার আজন্মকালের বন্ধুত্ব, যে মানুষগুলোর কোলে আমার বেড়ে ওঠা, তাঁরা কেউ আমার প্রানের নয়। আমি আজ থেকে রাষ্ট্রহীন, দেশহীন এক মানুষ। যে বাগানে উৎসবের সময় ফুল তুলতাম, যেখানে বিকালের আজানের শব্দে মন ভরে যেতো, যে দেশের পতাকা আমার অন্তরের প্রেরনা। তারা কিছুই আমার নয়, জীবনের বিকালে এসে আমি দেশ হীন মানুষ। এই আলো, বাতাস, মাটি, কুয়াশা কিছুই আমার জন্য নয়, আজ এসেছে দানব শ্রেনির মানুষের দল যারা ওই উচ্চনাদ বলে চলেছে, খোল তোমার বাবা মার কবর, তোলো তাদের - ছাড়ো এই দেশ। আমি আজ রাষ্ট্রহীন। আজ সময় এসেছে জেগে ওঠার - প্রতিবাদের ঝড় তোলার, ভাঙ্গো তাদের- বলে ওঠো এই দেশ আমার, এ আমার প্রানের আশা, প্রানের ভালোবাসা। আমি রাষ্ট্রহীন কোন মানুষ নয়।
You may also like
Slide 1 of 10
md Rakibul cover
বুঝিনা কিছুই  cover
স্মৃতিকথা cover
শুধুই অপেক্ষা  cover
🏞️🌾 রহস্যের গ্রাম 🌬️🍂 (সমাপ্ত ✅) cover
স্কিন cover
হাস্যরস cover
অদৃশ্য  cover
প্রিয় ভুল (পার্ট ২) cover
দেশ cover

md Rakibul

1 part Ongoing

ss