দেশ
  • GELESEN 2
  • Stimmen 0
  • Teile 1
  • GELESEN 2
  • Stimmen 0
  • Teile 1
Laufend, Zuerst veröffentlicht Juli 31, 2018
 ""এ দেশ আমার নয়"" সমীরণ চ্যাটার্জী 
সকালে উঠেই যদি হঠাৎ শুনি 
এ দেশ আমার নয়-
এ মাটি আমার নয় -
এ বাতাস  আমার নয়-
তবে কেমন হবে আমার মনটা।  
   যে নদী জলের শব্দে আমার বড় হওয়া। 
যে বাতাসের ছোঁয়ায় আমার ভালোবাসার জন্ম,
যে গাছপালার সঙ্গে আমার আজন্মকালের বন্ধুত্ব, 
যে মানুষগুলোর কোলে আমার বেড়ে ওঠা, 
তাঁরা কেউ  আমার প্রানের নয়।
আমি আজ থেকে রাষ্ট্রহীন, দেশহীন এক মানুষ। 
যে বাগানে উৎসবের সময় ফুল তুলতাম, 
যেখানে বিকালের আজানের শব্দে মন ভরে যেতো,
যে দেশের পতাকা আমার অন্তরের প্রেরনা।
তারা কিছুই আমার নয়,
জীবনের বিকালে এসে আমি দেশ হীন মানুষ।
এই আলো, বাতাস, মাটি, কুয়াশা 
কিছুই আমার জন্য নয়,
 আজ এসেছে দানব শ্রেনির মানুষের দল 
যারা ওই উচ্চনাদ বলে চলেছে,
খোল তোমার বাবা মার কবর, 
তোলো তাদের - ছাড়ো এই দেশ। 
আমি আজ রাষ্ট্রহীন।
 আজ সময় এসেছে জেগে ওঠার -
প্রতিবাদের ঝড় তোলার, 
ভাঙ্গো তাদের- বলে ওঠো এই দেশ আমার, 
এ আমার প্রানের আশা, প্রানের ভালোবাসা।
আমি রাষ্ট্রহীন কোন মানুষ নয়।







Alle Rechte vorbehalten
Melden Sie sich an und fügen Sie দেশ zu deiner Bibliothek hinzuzufügen und Updates zu erhalten
or
Inhaltsrichtlinien
Vielleicht gefällt dir auch
🏞️🌾 রহস্যের গ্রাম 🌬️🍂 (সমাপ্ত ✅) von Surova714
6 Kapitel Abgeschlossene Geschichte
তুমি কি কখনও অনুভব করেছো যে তুমি তোমার স্বপ্নে জেগে আছো, বেঁচে আছো এবং ভালভাবে জানো যে তুমি জেগে আছো? এটা ঠিক লুসিড ড্রিমস এর মত, তুমি জানো যে তুমি স্বপ্ন দেখছো এবং তুমি যদি চাও তুমি এটাকে নিয়ন্ত্রণও করতে পারো। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই স্বপ্ন থেকে জেগে উঠতে চায়, আমরা যদি জানি যে আমরা স্বপ্ন দেখছি তবে আমরা এমন কোনও অদ্ভুত স্বপ্নে থাকতে চাই না। মনে হয় যেন 'যত তাড়াতাড়ি সম্ভব বের হও'। কিন্তু তুমি কি কখনও ভেবে দেখেছো যে তুমি যদি আরও গভীরে যেতে পারো, তাহলে কি হবে? তবে ভালো, আমি করেছি... কারণ পিছিয়ে যাওয়ার পরিবর্তে আমি দেখতে চেয়েছিলাম আমার সামনে ঠিক কী আছে। আমি যা দেখেছি আমি খুব বেশি আশা করিনি তবে আমি কৃতজ্ঞ যে আমি একটা সুযোগ পেয়েছিলাম। ... একটা পরিত্যক্ত গ্রামের গল্প যা বহন করে বাংলার পুরনো ঐতিহ্য...
🌬️❤️🌹" সে "🥀💔🍂 (সমাপ্ত ✅) von Surova714
1 Kapitel Abgeschlossene Geschichte
তুই সবসময় আমার জীবনে একটি বড় জায়গা নিয়েছিস। আমি কখনই তোকে বলার সুযোগ পাইনি যে তুই আমার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, হয়তো আমি আমার নিজের অনুভূতিগুলো নিয়েই বিভ্রান্ত ছিলাম... কিন্তু যখন বুঝতে পারি তখন অনেকটা দেরি হয়ে গেছে। তুই ইতিমধ্যে অনেক দূরে চলে গেছিস... এখন আমার প্রশ্ন... তুই এখন ঠিক কোথায়?... আর কখনো কি দেখা হবে আমাদের?... ☆o★✧✯♡✯✧★o☆ প্রিয় ডায়েরি, তুই একমাত্র যে আমার সমস্ত গোপন কথাগুলো জানিস, যার মধ্যে আমি সত্যিই 'তার' সম্পর্কে কেমন অনুভব করি সেটাও। কিন্তু দুর্ভাগ্যবশত 'সে' কখনই এটা সম্পর্কে জানতে পারবে না। আচ্ছা আমাদের ভাগ্য সত্যি ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে? আমি জানি না, আমি কিছুই জানি না। শুধু একটাই জিনিস আমি চাই অনেক দেরি হওয়ার আগে 'তাকে' আরও একবার দেখতে... 'প্রিয় "সে" আশা করি আমি তোকে দেখতে পাব আবার!' আন্তরিকভাবে, - তোমার পতিত গোলাপের পাঁপড়ি 🥀...
সমুদ্রতটের মৎস্যকন্যা von raphaelfahim
6 Kapitel Abgeschlossene Geschichte
রবিন তার হোটেলের রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছে। দূরে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। সমুদ্রের লোনা জল এসে বালিময় সৈকতের বুকে আছড়ে পড়ছে। সেইসাথে দক্ষিণা বাতাস গায়ে যেন শীতের শিহরণ জাগিয়ে তুলে। যদিও শীতকাল আসতে আর কিছু দেরি। এইসময় সমুদ্র ঘুরতে আসতে দিবে না কিছুতেই তার বাবা। একবার ঠান্ডা লেগে গেলে রবিনের খবর হয়ে যায়। সবেমাত্র পড়াশোনা শেষ। এই সময় তার বাবার ইচ্ছে ছেলে ব্যবসার দায়িত্ব বুঝে নিবে। কিন্তু রবিন এখনই তার স্বাধীন জীবন উৎসর্গ করতে রাজি নয়। একবার ব্যবসার দায়িত্ব নিলেই তখন আবার তার বাবা বলবে বিয়ে করো। তারপর তখন বউ বলবে বাচ্চা নিয়ে নেয়। তারপর তাদের লালনপালন করতে করতে নিজেই বুড়ো হয়ে যাবে। তখন কি আর এসব ঘুরে দেখলে ভালো লাগবে? রবিন ঠিক করেছে যতদিন পারা যায় সে নিজের মতো কাটাবে। সে কারণেই এখানে ঘুরতে আসা।
Vielleicht gefällt dir auch
Slide 1 of 10
🏞️🌾 রহস্যের গ্রাম 🌬️🍂 (সমাপ্ত ✅) cover
লাইফ স্টাইল মালকিন cover
রিসার ভ্যাক-বেড শো! cover
🌬️❤️🌹" সে "🥀💔🍂 (সমাপ্ত ✅) cover
চটি / কাকি ও কাকাতো বোন : 1 cover
স্মৃতিকথা cover
জন্মদিন  cover
তোমাকে ধন্যবাদ  cover
  #আজ_তার_বিয়ে  cover
সমুদ্রতটের মৎস্যকন্যা cover

🏞️🌾 রহস্যের গ্রাম 🌬️🍂 (সমাপ্ত ✅)

6 Kapitel Abgeschlossene Geschichte

তুমি কি কখনও অনুভব করেছো যে তুমি তোমার স্বপ্নে জেগে আছো, বেঁচে আছো এবং ভালভাবে জানো যে তুমি জেগে আছো? এটা ঠিক লুসিড ড্রিমস এর মত, তুমি জানো যে তুমি স্বপ্ন দেখছো এবং তুমি যদি চাও তুমি এটাকে নিয়ন্ত্রণও করতে পারো। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই স্বপ্ন থেকে জেগে উঠতে চায়, আমরা যদি জানি যে আমরা স্বপ্ন দেখছি তবে আমরা এমন কোনও অদ্ভুত স্বপ্নে থাকতে চাই না। মনে হয় যেন 'যত তাড়াতাড়ি সম্ভব বের হও'। কিন্তু তুমি কি কখনও ভেবে দেখেছো যে তুমি যদি আরও গভীরে যেতে পারো, তাহলে কি হবে? তবে ভালো, আমি করেছি... কারণ পিছিয়ে যাওয়ার পরিবর্তে আমি দেখতে চেয়েছিলাম আমার সামনে ঠিক কী আছে। আমি যা দেখেছি আমি খুব বেশি আশা করিনি তবে আমি কৃতজ্ঞ যে আমি একটা সুযোগ পেয়েছিলাম। ... একটা পরিত্যক্ত গ্রামের গল্প যা বহন করে বাংলার পুরনো ঐতিহ্য...