জানি হবেনা আমার - গল্প থাকবে মিথ্যে -
তুই চেয়েছি একটা গল্প মিথ্যা লিখতে ।
যদি তোকে নিয়ে একটা গল্প না লিখি - হবোনা আমি সত্তি ।
তুই চেয়েছি একটা গল্প মিথ্যা লিখতে ।
কারাগারে আজ আমি আছি , জয় হইছে মিথ্যের -
সত্য গুলোই চাপা রইছে -জন্ম হইছে মিথ্যের ।
তুই চেয়েছি একটা গল্প মিথ্যা লিখতে ।
অন্ধকারে আলো খুঁজতে হারিয়েছি পথ সত্যি ।
একই পথে আজ হেটে চলেছি খুঁজে পাইনি তোমাকে ।
তুই চেয়েছি একটা গল্প মিথ্যা লিখতে ।
স্বার্থের টানে টানাটানি করে - সত্যি হইয়েছে মিথ্যে -
তুই চেয়েছি একটা গল্প মিথ্যা লিখতে ।
তুই চেয়েছি একটা গল্প মিথ্যা লিখতে ।
চালাক চতুর হইয়ে চণ্ডালী মোনে - বড়াই করো যতো -
বুঝিবে সেদিন -ফুরাবে যেদিন - কাঁদবে সেদিন কতো ।
আস্তাকূড়ে ঠাই পাবে গল্প যদি হয় মিথ্যে,
সব বেড়াজাল পার হয়ে একদিন প্রকাশ পাবে সত্যে।'
ফকির শ্যামল শাহ্ ।All Rights Reserved