ঈদের আনন্দে ভাসছে সবাই। প্রিয় মুখগুলো সব এখানে ওখানে। সন্ধ্যায় বাজার কেন্দ্রিক আড্ডা জমে। এখানে ওখানে জটলা হয়। অকারন হাসি হয়, তামশা হয় এর মাঝেই আলাপ চারিতা চলে। আমাদেরও বড় একটা গ্রুপ আছে। সিনিয়র-জুনিয়র মিশে আমরা একাকার হয়ে আছি। সবাইকে আপন মনে হয়। মুখে এক চিলতে হাসি ধরে রেখে সবাইকে সংঙ্গ দিয়ে যাচ্ছি। মনের বেদন ার বিন্দু মাত্র রংও বের হতে দিচ্ছি না। খুব যত্নে সামলে নিচ্ছি।All Rights Reserved