'শৈশবের স্মৃতি' -সৌরভ হাসান . শৈশবের স্মৃতি, যায় না তো কখনো ভুলা শৈশবের স্মৃতি, মনে দিয়ে যায় দোলা। কাদামাটিতে লুটোপুটি, বৃষ্টিতে ফুটবল খেলায় দল ধরে দৌড়ে বেড়ানো, হারিয়ে যেতাম মেলায়। . কখনোবা ডুমুর গাছে টুনটুনিটির বাসায় মন পড়ে থাকত টিনের চালের কোণে, চড়ুইয়ের বাসায়। বৈশাখেতে ঝড়ের ভেতর কুড়াতাম কত আম- স্কুল ঘরের পাশের গাছ থেকে পেড়ে খেতাম জাম। . দল বেঁধে স্কুলে যাওয়া, সামান্যতেই আড়ি মুরগির মাংশ রান্না হলেই চলে যেতাম বন্ধুর বাড়ি। নতুন নতুন সাইকেল চালানো, একটুতেই যেতাম পড়ে সাইকেল চালাতে পারতাম না,দোষ দিতাম অন্যের ঘাড়ে। . পেটের ব্যথার ছুঁতোয় যেতে চাইতাম না স্কুলে স্কুল টাইম পার হলেই, ব্যথা যেত সব চলে। টিফিনের পাঁচ টাকায় খেতাম ঝালমুড়ি একজনকে না দিলে, দিত আমার সাথে আড়ি। . স্কুল পালানো ছিলো নিত্যদিনের অভ্যাস যেদিন জানতে পারল বাবা, খেলাম আমি বাঁশ। গল্পের ক্লাসে স্যার শAll Rights Reserved
1 part