(কল্প-গল্প) --- বেটা ট্রনিক্সে একটি সকাল
  • Reads 902
  • Votes 66
  • Parts 5
  • Reads 902
  • Votes 66
  • Parts 5
Complete, First published Sep 24, 2018
চমকে উঠে তার দিকে তাকায় চারজন সিআইডির অফিসার। সবচেয়ে বেশি অবাক হয়েছে সুমিতা। বিরক্তি ছাপ স্পষ্ট হয়ে উঠে তার চোখেমুখে। কি একটা উটকো ঝামেলায় জড়াচ্ছে অরুপ নিজেকে?
আপনি কি করে নিশ্চিত হলেন এটা হত্যাকাণ্ড? একজন সন্দেহের চোখে তাকায় তার দিকে।
-	কিছুক্ষণ আগে আমি ঐ ঘরে ঢুকেছিলাম। বুঝতেই পারছেন আপনাদের পর্যবেক্ষণ ক্ষমতার উপর আমার আস্থা আগেও ছিলো না, আর এখন এটিকে আত্মহত্যা হিসাবে মেনে নিয়ে আমার সেই ধারনাকেই পাকাপোক্ত করেছেন।
একজন রেগে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলো, তাকে থামিয়ে দিয়ে টিম লিডার মাইক বলে, আপনার পর্যবেক্ষণ কি আমাদের সাথে দয়া করে সেয়ার করবেন?
All Rights Reserved
Sign up to add (কল্প-গল্প) --- বেটা ট্রনিক্সে একটি সকাল to your library and receive updates
or
#2ফিকশন
Content Guidelines
You may also like
( কল্প-গল্প ) --- ফিউশন ট্র্যাকিং by Shanter_Debdut
8 parts Complete
... ... একটু থমকে যায় এলান; তারপর বলে, এটা একটা খেলা, আপনি শিকার আমি শিকারি, আপনি দৌড়ান, এটাই নিয়ম এই খেলার। আপনি বাঁচার জন্য লড়বেন আর আমি হত্যা করার জন্য লড়ব। হো হো করে হেসে উঠে সক্রেটিস, দৌড়িয়ে এমন কোন জায়গায় কি যেতে পারবো যেখানে মৃত্যু আমাকে ছোঁবে না! রক্তের মধ্যে কম্পন অনুভব করতে থাকে এলান, মৃত্যু মুখেও শিকারকে এমন নির্বাক দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে। ডান হাতে ধরা তলোয়ারটা গায়ের জোরে ঢুকিয়ে দেয় সক্রেটিসের বুকে, আর বা হাতের তলোয়ারটা সজোরে বসিয়ে দেয় মাথা বরাবর। উহঃ শব্দ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, মৃত্যুর আগে শুধু একটা কথা মুখ দিয়ে বের হয় তার, "হায়! তিন হাজার বছরেও সভ্যতা, মনুষ্যত্ব একচুলও এগোয়নি
You may also like
Slide 1 of 10
সমান্তরাল মহাবিশ্বের মায়াজাল  cover
মাশটাং cover
সাইন্স ফিকশন  cover
( কল্প-গল্প ) --- ফিউশন ট্র্যাকিং cover
কেউ একজন cover
Earth(3020) cover
আয়না চুরি  cover
সায়েন্স ফিকশন সমগ্র cover
মাস্টার প্লান cover
খুশকি  cover

সমান্তরাল মহাবিশ্বের মায়াজাল

5 parts Complete

দীপ ও অঙ্কিতা বিয়ে করেছে। তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল, অঙ্কিতা বিয়ের পাঁচ মাসের মধ্যে গর্ভবতী হয়, সংসারে নতুন অতিথি আসার আনন্দে দীপ খুব খুশি ছিল। এক মহাবিশ্বের ঘটে যাওয়া ঘটনার স্বপ্ন অঙ্কিতার স্বপ্নে আসে, অন্য কোনো মহাবিশ্বে ঘটে যাওয়া ঘটনার স্বপ্ন কিনা সেটা অঙ্কিতার জানা ছিলনা ঠিকই কিন্তু স্বপ্নের পর সে দীপ কে ফোন দেয় কারণ স্বপ্নটা ছিল দীপকে নিয়ে।