যা অনুভব করি তা এখানে লিখবো। কারো সাথে হয়তো মিলে যাবে আবার কারো হবে বিপরীত তাই কারো ভালো লাগবে কারো লাগবে না। জীবন আর পৃথিবী যা শিখিয়েছে তাই বলবো। প্লুটো কিংবা নেপচুনে আমার যাওয়া হয়নি তাই পৃথিবীর বাইরের কিছু নিশ্চই বলবো না।
শুভ একটু বুঝ হওয়ার পর থেকেই বিয়ে বিয়ে করতে থাকে। যেন বিয়ের জন্য সে মারা যাচ্ছে। যতগুলো মেয়েকে দেখে, ততজনকেই বলে, "বিয়ে করবা?" শুভর এমন অশুভ কাজ দেখে সবাই ওকে শুভ না ডেকে অশুভ ডাকতে শুরু করে।
সেই অশুভর বিবাহিত জীবন কেমন হবে? শুভ নাকি অশুভ?