27 parts Ongoing ১৯৯৪ সালে তাহাদের প্রথম দেখা। একই বাড়ির উপর-নিচতলায় বসবাস। বাড়িওয়ালার বুদ্ধিমতী মেয়েটা নতুন ভাড়াটে ছেলেটাকে মোটেও পছন্দ করে না। তবে বাবার নাকি তাকেই খুব পছন্দ, ভালো ছেলে। কিন্তু তার ধারণা ভিন্ন, ভাড়ায় থাকা ছেলেরা মোটেও ভালো হয় না। কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটলো কিছুদিন পরই। মেয়েটা দেখলো ছেলেটা সত্যই ভালো, বাকি দশজনের চেয়ে বেশ ভিন্ন। এভাবেই তো ভালো লাগা জন্মায়! কিন্তু সেই ভালো লাগা কোথায় গিয়ে পৌঁছুবে? কারণ মাঝখানে যে কঠিন বিপত্তি দলা পাকিয়ে রয়েছে। অপরিপূর্ণতাই কি তবে হবে উপসংহার?