নীরা সামনে এগিয়ে গেলো। একজন স্যুট টাই পরিহিত ভদ্রলোক উহ্ অাহ্ করছেন! তাঁর হাত কেঁটে গেছে। গলগল করে রক্ত পড়ছে।রক্তে নীল স্যূটের বেশিরভাগই মাখামাখি।মেঝেতে পরে অাছে কিছু এলোমেলো কাগজপত্র। বেশিরভাগেই রক্ত!
কিন্তু লোকটা কাটা হাত নিয়ে অাহাম্মকের মত ফাইল ঘেটে কিছু একটা গাড়ির অাশেপাশে খুঁজছেন! নীরা বিব্রত এবং বিরক্ত হয়ে এগিয়ে গেলো!
লোকটা কাতর ভঙ্গিতে ছুটে এলো,
-----অামি ল্যাফ্টহ্যান্ডার। ডানহাতে কিছুই পারিনা।অাপনি কি অামার হাতটা বাঁধতে সাহায্য করবেন?? তাঁর ডানহাতে সাদা কাপড়ের ছোট্ট টুকরা!