দেখছে সবাই ছুটছি আমি উড়িয়ে পথের ধুলো হিংসে ছড়ায় হলুদ চোখে পথের মানুষগুলো। উড়ছে আমার লম্বা চুল চোখের তারায় দম্ভ আমার জন্য দুহাত বাড়িয়ে আকাশ আলোক স্থম্ভ। দেখছে সবাই আমার গানের বেপরোয়া ছন্দ ভাবছে সবাই ভাগ্যবান বেজায় আনন্দ। দেখছেনা কেউ আমার চলা বক্র অথবা সিধে বাঘের পিঠে সওয়ার আমি বাঘটার খুব ক্ষিদে।All Rights Reserved