বাংলা রোমান্টিক থ্রিলার। ভালবাসা বলে কয়ে আসেনা তার জলজ্যান্ত প্রমান নিঝুম নামের মেয়েটি। ভার্সিটি পড়ুয়া হাসিখুশি মেয়েটা হুট করেই প্রেমে পড়ে যায় অচেনা একটি মানুষের। আর তারপরই জন্ম নেয় কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের, যার ফলশ্রুতিতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে ওদেরকে ঘিরে। কিন্তু সব প্রতিকুলতাকে একদিকে ঠেলে ফেলে দিয়ে নিঝুম আর অরন্যর বিয়ের দিন ঠিক হয়। দুই পরিবারই সেই আনন্দে মাতোয়ারা। কিন্তু বিধি বাম, হলুদর অনুষ্ঠানের আগেই গুলি করে হত্যা করা হয় এএসপি অরন্য রহমানকে। অরন্যর জায়গায় ওর ছোটভাই অয়নের সাথে বিয়ে হয় নিঝুমের। কিন্তু তারপর...? নিঝুম কি অদৌ কোনোদিন জানতে পারবে কারা তার কাছে থেকে তার প্রিয় মানুষটিকে ছিনিয়ে নিল। অহনা নামের মেয়েটিই বা কে? কি চায় সে অয়নের কাছে? পুরো ঘটনার পিছেই বা কার চক্রান্ত.... জানতে হলে, আপনাকে লুকোচুরি গল্পটি একবার হলেও পড়তে হবে। 😊 (গলAll Rights Reserved