19 parts Ongoing এই গল্পের সিরিজটা আমার রচনা না। আমি এটা পড়েছিলাম ওয়ার্ডপ্রেসে। স্ট্রেঞ্জার উম্যান নামে এক ব্লগার লিখেছিলেন বলে দেখেছিলাম। তাঁর প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই, কারণ আমার জীবনে পড়া সবচেয়ে এডাল্ট বা ইরোটিক গল্পগুলোর মধ্যে এটার অবস্থান আমি এক নম্বরে রাখব।
হয়েছিল কি, স্ট্রেঞ্জার উম্যান পুরোটা লেখেননি সম্ভবত। আমি একটি চমৎকার অথচ অসমাপ্ত উপন্যাস পড়ে অনেকদিন যাবত খুঁজেছি, এর সমাপ্তি পর্বগুলো কোথায়। বিভিন্ন সাইটে খুঁজেছি, পাইনি।
পরে একদিন দেখি জয়১৯৭১ নামে একজন ব্লগার এটিকে সমাপ্ত করেছেন নিজের মত করে। গল্পটি পড়ে বুঝাই যায়নি এটা দু'জন আলাদা লেখকের লেখা। যদি দুজন সত্যিই আলাদা না হয়ে থাকেন, তবে জয়১৯৭১ একজন প্রতিভাবান লেখক, মানতেই হবে।
ওয়ার্ডপ্রেসের ওই সাইটটা বন্ধ হয়ে যাবার পর আমি আবারও লেখাগুলো হারিয়ে ফেলি একেবারেই।
তবে আবারও পাই পরবর্তীতে দু'টা আলাদা আলাদ