A walkway to destiny...
ইটালিতে থাকা জেসমিন আয়াজ তার জীবনকে নতুন রূপে সাজাতে,নতুন মোড় নিতে শুরু করে "জার ্নি"। এই জার্নি তাকে নিয়ে যায় আরেক জার্নির পথে,সেখান থেকে আরেক জার্নিতে।একের পর এক জার্নিতে তার জীবন বদলে যায়।জার্নিই তাকে নিয়ে যায় তার এমন গন্তব্যে যা সে না চাইলেও মেনে নিতে হবে!
কিন্তু কেন?!
কারণ তার উপর আছে তার মায়ের দেয়া অনেক বড় দায়িত্ব। আর তা হল সাত রাজার ধন!কিন্তু সেই ধন উদ্ধার করবে কে?এর জন্য যে হত্যাকান্ড শুরু হয়েছে,তা আটকাবে কে? শেষ মেশ কে পাবে এই অমূল্য সম্পদ?
গন্তব্যের টানে একের পর এক রহস্যময় জার্নি আর জার্নির শেষের গন্তব্যকে জানতে হলে থাকতে হবে জেসমিনের সাথে!
মায়ার জীবনটা খুব ই অদ্ভুত, যখন দুঃখের আশা ছেড়ে দেয় তখন সুখ পালায় আর যখন সুখের আশা ছেড়ে দেয় তখন দুঃখ পালায়। সোহানের প্রেমে পরে জীবনের মোড় ঘুরে যাওয়া আলাদীনের জাদুর চেয়েও কোন অংশে কম নয়।
লেখা - মিম