1 part Ongoing অরিন্দম, একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, সম্প্রতি এক অদ্ভুত রোগীর কেস হাতে পায়-নীলাঞ্জনা নামের এক তরুণী, যে বিশ্বাস করে তার ছায়া ধীরে ধীরে তার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। অরিন্দম প্রথমে এটিকে স্কিৎজোফ্রেনিয়ার ক্লাসিক কেস বলে ধরে নেয়। তবে যত বেশি সে নীলাঞ্জনার সঙ্গে কথা বলতে থাকে, ততই ঘটনা ভয়ঙ্কর হয়ে ওঠে। একটি গভীর তদন্তের পর, অরিন্দম আবিষ্কার করে, নীলাঞ্জনার পরিবারে বহু প্রজন্ম ধরে অদ্ভুত মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং প্রতিবার মৃত ব্যক্তির ছায়া কোথাও হারিয়ে গেছে। অরিন্দম তার কেস নথিতে লেখে-"নীলাঞ্জনা কখনো ছিল না। আমি কাকে চিকিৎসা করছিলাম?" অরিন্দম কি সত্যিই চিকিৎসক, নাকি সে নিজেই সেই ছায়ার আত্মা, যে বহু বছর ধরে নিজের পরিচয় ভুলে বসে আছে?