মৈত্রী অবাক হয়ে গেল কথাটা শুনে।দারুণ একটা কথা বলেছে মিশু।দুনিয়ায় সবাই সুস্থ, সুন্দর হয়ে গেলে এত বিচিত্রতা তো থাকবে না।সবাইকেই একরকম লাগবে।কিছু অস্বাভাবিক মানুষ থাকলেও কোনো ক্ষতি তো নেই।যেমন, মিশু একটু পাগল পাগল স্বভাবের।ওর এই পাগলামি গুলোর জন্যই ওকে সবার থেকে আলাদা মনে হয়।ও যদি গম্ভীর টাইপের ম্যাডাম হয়ে হাটাহাটি করে,ওকে মোটেও মানাবে না।ও যেমন আছে,তাতেই ওকে ভালো মানিয়েছে।তাহলে ওর চিকিৎসা করার দরকার কি? আর এরকম মিষ্টি একটা মেয়ের চিকিৎসা করার প্রয়োজন ই বা কি?All Rights Reserved